Tuesday, August 14, 2018

কবিতা ভট্টাচার্য

 
কবিতা -

শুদ্ধতা

শীতের রাতে বিলাসিতায়
নরম তুলোর ভেতর দিয়ে
আরও নরম হয়ে উঠে 
শরীর ---আর এই শীতের প্রকোপ এড়িয়ে
এক মুক্ত সন্ন্যাসী
রাতভোর বসে থাকে ধ্যানমগ্ন
রাত ফুরোলে ভোরের আলোয়
সবার শুদ্ধ হয়
দিনের রোদ্দুরে।।
-------------------------------------------
কবিতা  ভট্টাচার্য। ঠিকানা ---35 পাম্ এ্যাভিনিউ,,কলকাতা -19

No comments:

Post a Comment