Tuesday, August 14, 2018

চন্দ্রাবলী ব্যানার্জী


কবিতা -

স্বাধীনতা তুমি


স্বাধীনতা তুমি ধ্বংসলীলার বদ্ধ প্রাচীর ভেঙ্গে
বিপ্লবী তিথি অঙ্গার করো,শহীদ জওয়ান মনে
স্বাধীনতা তুমি রবিঠাকুরের দেশাত্ববোধক গান
'পাষান ভেদী' ডাক দিয়েছিলেন নজরুল ইসলাম
স্বাধীনতা তুমি ক্ষমতা দলের ব্রিগেডের খোলা মাঠ
স্বীকার করে, তা ভেঙ্গে ফেলার নিত্য শপথ পাঠ
স্বাধীনতা তুমি পতাকা হাতে লম্বা সাজানো মিছিল
ভাঙ্গা রাস্তা, যানজট আর ট্রাফিক আইন শিথিল
স্বাধীনতা তুমি বৃদ্ধাশ্রম,  সন্তান ডাস্টবিনের
ফুটপাথবাসী, হকারস্ কর্নার,  প্রগতি নতুন দিনের
স্বাধীনতা তুমি কনভেন্ট আর ছোট্ট নারী পোষাক
মোমবাতি হাতে শোক সভা আর মৌনমিছিল ডাক
স্বাধীনতা তুমি বার-ডিস্কো পার্কস্ট্রীটের সেই রাত
শ্লীলতাহানি প্রান সংশয়, নির্বাক প্রতিবাদ
স্বাধীনতা তুমি হিন্দু আর মুসলিম ভেদাভেদ
বিজয়া দশমীতে মহরম এলো,কত সহস্র খেদ
স্বাধীনতা তুমি একক সন্তান মৌলিক অধিকারে
বুজে যাওয়া মাঠ,একা জানালা সুইমিংপুল সাঁতারে
স্বাধীনতা তুমি বাবার আঙুল ছেড়ে যাওয়া ছোটবেলা
বিকেল বেলার হারিয়ে যাওয়া রান্নাবাটি খেলা
স্বাধীনতা তুমি আধুনিক মা, হারিয়ে যাওয়া আঁচল
নির্ঘুম রাত, একা বিছানা নেই ঠাকুমার কোল
স্বাধীনতা তুমি ছুটির দুপুরে মোম রঙ, আঁকা খাতা
হারিয়ে যাওয়া হাত রাঙানো মেহেন্দি শীলে বাটা
স্বাধীনতা তুমি আজ বেঁচে  আছো তেরঙ্গা বারোয়ারি
নেতাজীকে  মনে রেখেছে শুধু তেইশে জানুয়ারি
--------------------------- 

চন্দ্রাবলী ব্যানার্জী - কলকাতা



No comments:

Post a Comment