Tuesday, August 14, 2018

সুশান্ত_চিরকুট

মুক্তগদ্য - 

মুক্তি
ইটভাঁটার ছেলেটা কয়েকদিন ইশকুলে এসেছিল - তারপর থেকে বেপাত্তাবই দিয়েছিলাম ঝোলাতেবলেছিল , ইচ্ছা হয় পড়ার কিন্তু সময় নাই যেইট বানাতে হয়দুচারটে পয়সা আসেসুদূর পথে অবাক করা চাহনি নিয়ে দাঁড়িয়ে থাকি লাইনেমিটিমিটি চোখে দেখি শৈশব ঢলে পড়ছে নদীর পেছনে বটগাছটার পাতার শিরায় - আবদ্ধ ঘরে

গোধূলির রাখালের ঘ্রাণ নিয়ে প্রেমিকটি আবদারে বলে , আজ না হয় উজাড় করে দাও তোমার কাজল কালো খোঁপাকেউড়ুক ওরা আপন ঢেউয়েছুটে আসুক একমুঠো প্রশান্তিভিজিয়ে দিয়ে যাক আমার রুক্ষ বুকনেমে আসুক ঝরনা নীড়েক্রমশ ঘিরে ধরে একরাশ দামাল হাসির রেখা

ঘরফেরত এলোমেলো যুবকটি পাগলপারায় খুঁজে চলে দোয়াতকলম ধরল - বন্দি করল অবাধ্য শব্দঠিক যেমন করে কৌতূহলী শিশুটি গুটিপোকা ভরে রাখে কৌটোয়ঝড় ওঠে বাগানের বোগেনভেলিয়ায়হাওয়ার ডানার সাথে আঙ্গুল জড়িয়ে ছুটে চলল ওরা সাত সমুদ্দুরের পানেঅনন্ত আকাশেনা-বাঁধনের দেশেহাত নেড়ে সে কী আকুল গলায় কবি ! পেছন ফিরে কৌতুক হেসে বলে , আজ তো স্বাধীনতা দিবস !

পড়ে থাকে শূন্য ডায়েরি
----------------------------------------------
ঠিকানা - সুশান্ত কোড়া, প্রযত্নে নৃসিংহ ঘোষ, গুরুপল্লি পশ্চিম, শান্তিনিকেতন বীরভূম, পিন ৭৩১২৩৫

No comments:

Post a Comment