Tuesday, August 14, 2018

সোমনাথ বেনিয়া

 
কবিতা -

আমাদের পনেরো, ওদের পনেরো

এই শহর যীশু
হাতে-পায়ে আমরা পেরেক
শরীরে রক্ত মেখে আলোয় উদ্ভাসিত
ফুরফুরে নিশ্বাস মরচে, ঝুরঝুরে ...
এসব দেখে ওরা বোঝে সুযোগ
এটা সমীকরণ, ঘর-বার নিকিয়ে নেওয়া
মুখে আগন্তুকের হাসি, অথচ স্থায়ী বিলাস
প্রয়োজন ছাড়া কথা নেই, ওরা ভদ্রাসন
শবাসনে শুয়ে আমরা অন্নক্লিষ্ট চোখ
জপের মালায় গুনিয়ে দাও আয়ু, নিয়তির ব্যভিচার
রাস্তার দু-পাশে ছড়িয়ে দাও আবেগ, টোপ
ফাতনা নড়লে ওদের দেশপ্রেম পনেরোর পতাকা, জিলিপি, কিছু ধূসর স্লোগান
আমাদের পনেরো তখন কাদা পায়ের মাঠ, গাছের ছায়া, প্রকৃত বাউল ...

-----------------------------------------------
ঠিকানা - ১৪৮, সারদা পল্লী বাই লেন, ডাক + থানা নিমতা, জেলা - উত্তর ২৪ পরগনা, কলকাতা - ৭০০ ০৪৯

No comments:

Post a Comment