Monday, January 14, 2019

সুশীল কুমার রায়


কবিতা-
ভূতের ভয়

 ভূতের কথা শুনলে পরে,
দিন দুপুরে গা ছম্ ছম্ করে।
ফিসফিসিয়ে বলছে ভূত ওরে নাঁটু,
রাতের বেলায় মটকে দেবো হাঁটু।

সকাল বেলায় ডেকে ছিলাম ওঝা,
ঝাড়ু মেরে ভূতকে দিল কঠিন সাজা।
মারলো ঝাড়ু সোনা বৌদির ঘাড়ে,
দাঁত কামড়ে ছুটলো সে অনেক দূরে।

ভূতটি গেল চলে, বলল আসব সন্ধ্যাকালে,
যেমন কথা তেমনি কাজ,দেখছি বটের ডালে,
পা ঝলিয়ে ভূত বলে, ওরে নাঁটু দেখবি মজা,
আমার সাথে না বলে কেন আনলি ঐ ওঝা।

এবার এই ঘন অন্ধকারে কে বাঁচাবে বল,
রক্ত মাংস সব খেয়ে নেব, কেন করলি ছল।
রাম নাম করে আর কতক্ষণ তাড়াবি দূরে,
ভূতের দল আসছে ধেয়ে খনিক সময় পরে।

No comments:

Post a Comment