Monday, January 14, 2019

দেবস্মিতা খাঁড়া


কবিতা -
পরজন্ম

নাম হারিয়ে নম্বরের ট্যাগ লাগিয়ে
টেবিলে উন্মুক্ত দেহে শানিত ছুরি ডগায়,
জমাট রক্তের প্রতিশোধ জাগিয়ে
পরজন্ম স্বাগত তোমায়।
পাশেই শুয়ে সন্তান আমার
ঠিক যেমন শুয়েছিলাম ফুটপাতে,
হাইওয়েতে মত্ত ড্রাইভার
পিষে দিল আধরাতে।
কালো কাঁচের দুরন্ত গাড়ি
আমাদের জীবন নিয়ে,
হাওয়ার বেগে দিল পাড়ি
হাইওয়ে পেরিয়ে।
গান্ধীকাগজে সেই
বিচার নেই গরিবের নামে,
শেষকৃত্যের দাবীদার নেই
কালোটাকার দামে।

No comments:

Post a Comment