Monday, January 14, 2019

শাশ্বতী ভট্টাচার্য্য


কবিতা-
স্বপ্ন ভূত

একদিন সন্ধেবেলায় পড়তে বেড়িয়েছিল একটি মেয়ে,
হঠাৎ দেখে বাঁশগাছটি সামনে পড়ল নুয়ে।
পেছন ফিরে সে ছুটতে লাগলো ধেয়ে,
একবারও তাকাল না পেছন পানে চেয়ে।
ক্ষণl গলায় সুর ভেসে আসে ভয় পেওনা ভয়,
আমিতো কোনো খারাপ ভুত নয়।
ভয়ে তখন মেয়েটি হয়ে গেলো অজ্ঞান,
জ্ঞান ফিরে দেখল সেই বাঁশবাগান।
হাতের কাছে মন্ডা মিঠাই আরো কতো খাবার,
চারিদিকে ঘিরে রয়েছে কতো পাতাবাহার।
ভূত বললো এখন তো চারিদিকেই আলো থাকার জায়গা কই,
এই বাঁশবাগানের এক কোনেতে আমরা পড়ে রই।
হঠাৎ মেয়েটির স্বপ্ন ভাঙল ভাঙল চোখে ঘুম,
ঘরের সামনে আমগাছটি ভেঙে পড়ল দুম।
ভয়মিশ্রিত হাসি হেসে মেয়েটি ভাবলো মনে মনে,
বিজ্ঞানের জগতে ভুত কোথায় ভুত দেখা দেয় স্বপ্নেরই সনে।।


No comments:

Post a Comment