Monday, February 18, 2019

অমিতাভ দাস


কবিতা-
না পাওয়া গুলো

আমার পাড়া যাচ্ছে ছুঁয়ে বিকেল আলো
মেয়ে স্কুলেতে যখন ছুটির ঘন্টা বাজে
মনকেমনের রংটা ভীষন লাগছে ভালো
বয়স আমার সাজছে এখন প্রেমের সাজে।

সাইকেলেতে বসিয়ে রাখি কিশোরবেলা
অপাপবিদ্ধ চোখের সেকি আকুল চাওয়া
বারান্দাতে চোরকুঠুরি রোদের খেলা
যাচ্ছে ছুঁয়ে পাগলা করা দমকা হাওয়া।

যাচ্ছে ছুঁয়ে স্রোতস্বিনী একটা নদী
যাচ্ছে ছুঁয়ে মনকেমনের কয়েকটা ঢেউ
যাচ্ছে ছুঁয়ে অনেক অনেক 'কিন্তু'-'যদি'
যাচ্ছে ছুঁয়ে আলতো ঠোঁটে না দেখা কেউ।

পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা আগুন গাছে
ফুলের সাথেই ফুটতো অনেক পদ্য লেখা
সকাল-বিকাল-সন্ধ্যা-রাতে ওরই কাছে
মনখারাপের পংক্তিগুলো বাঁধতে শেখা।

পুড়তে-পুড়তে জুড়তে-জুড়তে সকল পাওয়া
শূন্য-শূন্য-শূন্য শুধুই শূন্য শেখে
জানলা গলে ঢোকে ঘরে উদাস হাওয়া
না পাওয়ারাও সঙ্গে থাকে আকাশ মেখে..


No comments:

Post a Comment