Monday, February 18, 2019

শুভঙ্কর বিশ্বাস



কবিতা –
তার জন্য

রিয়ার দিকে অর্ধেক পৃথিবীর জ্বলামুখ
আর আমার উপকূলে ভাসা মরীচিকা।
সারাদিন আল্পনা মনে অপেক্ষার তরীতে
ভীষণভাবে  ভিজি তারাদের মুর্শিদি গানে।

রাত স্বপ্নে ভীষণভাবে ভাসি রূপকথায়
আনাগোনা আলস্যের খেয়া পারে ,
আর জ্যোতিষ্কদের মতই কক্ষপথে
রিয়ার হিয়ায় অস্মিতার প্রাচুর্যে হারায়
                
মননদীর দুঃখের বালুচরে।
দিকব্রহ্মান্ডের প্রতিশ্রুতিতে দেখি শূন্যতা
আর আমিই চলি পথ বেয়ে মৃত্যুর আগুনে।
জ্বালাময় প্রেমে বাঁধি দিবাস্বপ্নের বিজারণ
আর পথ ভুলে আবার কাছে আসি তার
                
ক্ষতের বুকজোড়া খুনশুটিতে।

No comments:

Post a Comment