Monday, February 18, 2019

কবিতা ভট্টাচার্য



কবিতা –
অবাধ্য প্রেম




মাঘের ঠান্ডা বাতাস
এত হিম, এত ঠান্ডা
তবুও বুকের ভেতর
কড়া নাড়ছে অন্য কেউ
ভালবাসা কখন যে
হৃৎপিন্ডে ঢুকে যায়

মিঠে কড়া রোদ সরস্বতী পুজো
রঙিন মুহূর্তগুলো কথা বলে
শীতের আলাপের মত
         হৃদয়ে চঞ্চলতা
সারাক্ষণ মৃদু নিঃশ্বাস
দুঠোঁটের ফাঁকে অবাধ্য প্রেম
এসে ডাক দিল -- বাসন্তী শাড়ীতে

No comments:

Post a Comment