Monday, February 18, 2019

পায়েল খাঁড়া



কবিতা -
একটা প্রেম দিতে পারিস আমায়

একটা প্রেম দিতে পারিস আমায়
কলেজের গেট পেরনো অগোছালো শার্ট আর এলোমেলো চুলে
যে প্রেমগুলো ধরা দেয় সস্তার ঝাল ফুচকায়,
বিকেলের মাখো লাল রোদ জমা প্রেমিকার গালের টোল
সুনামি আনলে প্রেমিকের দুরন্ত বুকের তটরেখায়,
মুঠোফোনের এলাহী দূরত্ব যাপন নয়,
কিছু উড়ন্ত কথা আর আঙুল ছুঁয়ে কিছুদূর অহেতুক হেঁটে চলায়
যে প্রেমেরা জীবন্ত অফুরন্ত হয়।
আচমকা উড়লে আকাশনীল আঁচল দমকা হাওয়ায়,
চোখের কক্ষপথে জেগে ওঠে শারদের মরশুম,
অথবা নৌকার পাটাতনে গাঢ় হয়ে আসা সূর্যাস্তগুলোয়
প্রহর নিবিড় হলে নদী-মেঘের অশরীরী রমণ‍্যাসে
এক জোড়া ঠোঁট চালায় নিষিদ্ধ অভিযান পরস্পরের কাঁটাতারে;
আর অনুরণিত হয় যে অণুদৈর্ঘ‍্য তরঙ্গ স্নায়ুর দোতারায়।
ঠিক তেমনটাই, দিতে পারিস আমায়....
একটা পদবীহীন প্রেম,
যে অতীত আর আগামীর দ্বিবচন ভুলে
বেঁচে থাকে শুধুই বর্তমানের বর্ণমালায়।

2 comments: