Monday, February 18, 2019

জয়ীতা চ্যাটার্জী



কবিতা -  
মৃত্যুঞ্জয়

বিকেলের অন্ধকার মিশে গেলে জলে,
ভালোবাসার বিষ বড় তীক্ষ্ণ,
গিলে নেয় শরীর প্রতি পলে পলে।
মেঘ জমে ওঠে পাহাড়ের বুকে,
ভেঙে চুরে চুমু খায়
না জানি কোন অতৃপ্ত উপবাসী সুখে।
ফুলের মধুতে অমরত্ব নাকি মৃত্যু,
জানেনি মৌমাছি। পরমায়ু রেখেছে
হাতের মুঠোয়, প্রেমের ঋণ জীবনের চেয়ে দামি।
যেখানে বৃষ্টি খুঁজেছে পাথর,
অবধারিত আদর ফিরিয়ে দেবে বলে। সেখানেই
ভালোবাসায়  গলে পড়ে ক্লান্তি অন্ধকার কোলে।
আঁচল সড়িয়ে দেখো চাঁদ
অক্ষর বুনেছে জ্যোৎস্নার বুকে দীর্ঘ উপবাসে।
প্রেমিক ঠোঁটও গেছে কুঁকড়ে প্রেমের অনাদরে।
তুমি চিনেছো মাতাল জীবন, আমি চিনেছি প্রেম
প্রহরের গায়ে গায়ে। মেঘ ভালোবেসে,
পাহাড় মৃত্যুঞ্জয়ী প্রেমের প্রমাণ রেখে যায়

No comments:

Post a Comment