Monday, February 18, 2019

সুদীপ ঘোষ



কবিতা-


রোদ্দুর

জানিস বীনু খুব মনে পড়ছে তোকে
এখন বুঝি ভুলে গেছিস আমাকে?
শীতকাতুরে সকালগুলো বড্ডো মনে পড়ে
সেই যে তোর লাজুক হাসি;রেখে এসেছিলাম যেটা রোদ্দুরে।
টিউ
নি শেষে পেছন পেছন হাঁটা
না ধরে রপ্ত কিছু কথা বলার দাবী
সব কি ভুলে গেছিস তুই?
বন্ধুদের ভিড়ে খুঁজে চলতাম তোকে,একটু সময় ফাঁকা পাবো বলে
আচ্ছা!এখন কোনো ব
খাটে ভোদারাম জুটেছে না কি রে তোর কপালে?
সেই জায়গাটা তোর মনে পড়ে?
যেখানে দিব্যি আমি চুমু খেতাম তোর কপালে?
সাইকেল থেকেই হাতটা ধরে বলতাম -দাঁড়া না প্লিস আর পাঁচ মিনিট
তুই বলতিস ধূর!বোকা!যা এখান থেকে!
কেউ যদি দেখে ফেলে
আর আমি ভালোবাসি না তোকে।
তারপরও আবার তুই থমকে যেতিস;সোনালি রোদ্দুরে
কখনো বা বর্ষার একটা বৃষ্টিমাখা বিকেলে!
তোর কোমল হাতগুলো আমার এখনো বুকে
সেই ডানহাতের ওই আঙটিটা যেটা সবসময় ডিস্টার্ব করতো
সেটাই শুধু স্মরণে।




No comments:

Post a Comment