Monday, February 18, 2019

সুদীপ ঘোষাল



কবিতা-
প্রথম আলো

ফেসবুকে রাশি রাশি প্রতিশ্রুতি দিয়ে সময়ের  আলিঙ্গনে
ভিজে যাওয়া আমার মন বলেছিল
হয়ত আরও কিছু বাকি... 
হয়ত চাঁদ জেগে উঠবে নিশি রাতের আকাশে 
হয়ত ছন্দে নাচবে হাওয়ায় ওড়া কৃষ্ণচূড়ার রেণু 
হয়ত এর পরেই বামন হয়ে চাঁদ ছোঁয়ার সাফল্য...

হয় নি কিছুই,
তবু হৃদয় রাঙায় 
ভ্যালেনটাইনস ডে তে পাওয়া গোলাপগুচ্ছ
স্কুল ফেরৎ ছেলেটার সফল জীবনে
অপেক্ষারত, কিশোরী স্মৃতি, ধরে আজও পথচলা... 
সে কি বলতে চেয়েছিলো চিঠির আড়ালে 
অজানা গভীর সমুদ্র... 

আজও ছেঁড়া কথার টুকরোমালা হাতে নিয়ে 
মঙ্গলকামনায় কাটে নির্জন রাতের গল্প 
আজও ছেঁড়া কথামালা বুকে জাগায় অতৃপ্ত  প্রথম আলো...    
একটু কোণে রেখেছে বিষাদ বাঁশির সুর 
প্রেমিকা  নবরূপে বাঁচায় ছেলেবেলার হৃদকম্পন
নাকি একপেশে কুঁকড়ে যাওয়া অতীত নিয়ে পড়ে থাকে আজন্ম ঘরণী

জানা নেই লুকানো উত্তর কিংবা সেঁটে থাকা  না পড়া পাতা... 

No comments:

Post a Comment