Monday, February 18, 2019

পবিত্র চক্রবর্তী




মুক্তগদ্য -
পতিত কথা

বিছানার পাশে খোলা চিঠিটা অনেকক্ষণ ধরেই পড়ে আছে একটু আগে কালবৈশাখীর মত মুখ কালো করে ঝড় উঠেছিল , এখন নিস্তেজ এদিক অদিক ছড়িয়ে আছে কিছু পাতা আর আপাত নিরীহ গুঁড়ি গুঁড়ি শুকনো ধুলো-মাটি যেন তারা জমাট কান্নার মত আনাচে কানাচে মাথা খুঁড়ে মরছে জীবনে ব্যাখ্যার সংজ্ঞা ভিন্ন , তবে খিদে আর ভুমিকা পালনের লড়াইটা প্রায় এক
                     নামটা আদর করে আধুনিক ঘেঁষাপার্ণ সজীব হয়ে উঠবে আগামী এটাই উদ্দেশ্য কিন্তু , কালের চাকায় সজীবতার কোমরে জমে থাকে একে একে হলদেটে কামড় বর্তমান জীবনে নগণ্যস কাগজের চিঠি প্রাসঙ্গিক হয়ে ওঠে তাদের আলেখ্য নিভৃতে প্রতীমের হাতের স্পর্শ কোন ফাঁক দিয়ে এক ফোঁটা জল নিজের নামের আদ্যক্ষরের উপর পড়েছিল , এখন শুকিয়ে কড়কড়ে পড়ে নি তা নয় , আবার সেই জায়গায়টায় চোখ মেলে ধরলো পার্ণ
সম্পর্কের বন্ধনে অঙ্কের হিসাব হয়তো মেলে না জীবনে হাজারটা লক্ষ্য-আশা নিয়ত জন্মায় আবার মরেও যায় , তবুও টিকে থাকে জীবন টিকে থাকার নাম কী বাঁচাপার্ণ ? তোমার দীর্ঘ অসুস্থতা কিন্তু একবারের জন্য আমার মন-শরীরকে নির্জীব করে রাখে নি নির্জীব হয়ে যেতাম তখন ,যখন দেখতাম মারণ যন্ত্রণা তোমার সারা শরীরে নখের আঁচড় কাটছে  
নিজেকে অপরাধী ভাবাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে শিক্ষা , প্রাচীন বস্তা পচা নৈতিকতা শেষে  যখন কেউ মান্যতা দিল না তখন নিজের সতেজ শরীরটার দিকে তাকালাম হ্যাঁ , আবারও বলছি বিক্রি করেছি আচ্ছা , কাব্য-সাহিত্যে মেয়েরা স্বামী সেবায় বেশ্যা বৃত্তি করেও সতী তাই না ? আমিবেশ্যালিখতেও হাসি পায় , কারণ শব্দটি কীভাবে যেন নারীবাচক !
যেদিন জানলে , ঘৃণার সাথে তাকিয়েছিলে , কথাও বল নি সত্যি তো বলবে কেন ? সম্পর্কের পাটীগণিতে আমি তো অবিশ্বাসের প্রতীক মাত্র কথাগুলো অনুকম্পা পাওয়ার জন্য লিখছি না , কেবল মাথার মধ্যে ঘুরপাক খায় তোমাকে বাঁচানোই ছিল একমাত্র চিন্তা নিদেন যন্ত্রণাটা যদি কমতো ! আবারও দিয়ে দিলাম যন্ত্রনার বিষে একরাশ ব্যাথা
পার্ণ আমি ভিক্ষা করি নি , হাত পাতি নি কিন্তু তোমার চোখ সেদিন বলছিল শারীরিক খিদে মেটানোর ছল কেবল ! উত্তরটা তুমি তোমার কাছেই খুঁজে দ্যাখো এইটুকুই বলতে পারি , নগ্ন হয়েছি প্রায় ভালবাসাকে বাঁচানোর জন্য , তোমার মুক্তির জন্য আজ আমি দৃষ্টির ওপারে পৃষ্ঠায় রেখে গেলাম আমার নীরব আর্তনাদসত্যি কী আমি দোষী ? নগ্ন হয়েছিল শরীর , মন হয় নি ...
খোলা জানলার পাল্লা দুটো মাঝে মাঝে নড়ে উঠছে মেঘ ঘনিয়েছে , আবার হয়তো বৃষ্টি আসবে ।।
 

No comments:

Post a Comment