Monday, February 18, 2019

জয়ীতা চ্যাটার্জী


কবিতা - 
আমার ও প্রেমিকা আছে

হ্যাঁ আমার ও প্রেমিকা আছে।
যে বইছে আমার ভেতর,
যেমন পাহাড়ের বুকে ঝর্ণা হয়।
যেমন প্রাচীন হাওয়া অন্ধকারে বয়।
তেমনি চিরপ্রেমিকা আমার সে,
সে দখিনের জানলা আমার, একলা ঘরের!
সবার অজান্তে।
সমস্ত আলোর গন্ডি পেরিয়ে
তার আদর অব্যর্থ নিশানার মতো ছূঁয়ে যায়,
ছূয়েঁ যায় বুকের পাঁজর
ঠিক অক্ষাংশ দ্রাঘিমাংশ মেপে।
আমার শরীর তখন যেনো
ভূগোলের নতুন প্রান্তর
আলোকবর্ষ দূরত্ব তবু তার উষ্ণতা থার্মোমিটার চেনে। বিছানায় অবিন্যস্ত আমির পাশে
অশরীরী আমার প্রেমিকা বিস্মৃত পাশাপাশি।
ঠান্ডা বুকের চরাচর জুরে
তারই ভালোবাসায় ঘুম আসে,
আমি ভালো থাকি।
একাকী রাতে গভীর অক্ষর হয়ে
জেগে আছে সে আমার কপালের জ্বর ছূঁয়ে।
অবিভাজ্য তার সকল কনা আমার স্নায়ুতে মেশে কাঁটাতারের দূরত্ব আর আগুন ধুয়ে ধুয়ে।।

No comments:

Post a Comment