কবিতা-
সহোদর
বিশ্ব মাঝে বাস করি সহোদর
রক্তের রঙ কি আলাদা তার ?
বাতাস দিবারাত্রি তো বয়
কেউ কি আটকে রাখতে পারে?
যখন শহর কিংবা গ্রাম মৃত্যুপুরী হয়
শিয়াল -কুকুর চিহ্নিত করে পরিচয়।
আন্দামানে খাবলে বেড়ায় শত মানুষ ,
তামাম জমিন কেঁদে ওঠে তাদের জন্য ।
আজরাইল কি খোঁজে মৃত্যুতে বিভেদ?
কারও স্থান গোরে, কারও স্থান শ্মশানে ।
সূর্য উঠুক আরেকবার নতুন আশায়,
হিমালয়ে লিখব দুই সহোদরের জয়গাথা ।
No comments:
Post a Comment