কবিতা -
শীত শরীর
শরীরের কাছে শুয়ে আছে বিচিত্র ঘুম
শরীরে জড়ানো ছিঁড়ে ছিঁড়ে যাওয়া জ্বরহীন চাদর
হয়ত মনের কাছেও
দুঃখের মত কিছুটা শুয়ে পড়া দৃষ্টি পড়ে আছে
চৌকির মত বিছানো পথে
ছিঁড়ে ছিঁড়ে গেছে দিন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে
গায়ে জড়ানো বহু পুরানো
জ্বরের ওম
তবুও,কুয়াশা সরানোর তীব্র খেলা ঝরে পড়ছে
শ্রাবণের মত শরতের মত করে
গায়ের জ্বর ছিঁড়ে গেলেও কাছে আসতে চাইলেও
আসতে দিচ্ছে না সজাগ কুয়াশাকে
সাঁতরে ডাঙায় পা রাখছে বহু পুরানো শীত শরীর
নতুন কবির নতুন আন্দাজের কবিতা পড়লাম । ভালো লাগলো ।
ReplyDelete