Saturday, April 4, 2020

তাপসী শতপথী পাহাড়ী


কবিতা - 

মুক্তো ঝিনুক

এখনো সব শেষ হয়ে যায় নি,
বুকে ভালোবাসা নিয়ে এখনো
ঝিনুক তার মুক্তোকে আগলে রাখে।
বাবুই তার বাসা বেঁধে যায় এখনো।
এখনো রাত্রি অপেক্ষায় থাকে নব প্রত্যুষের।
আকাশ গাঙে চন্দ্রিমা আলোকিত হয় প্রেমের মূর্চ্ছনায়,
ভালোবাসায় উদ্বেলিত হয় দুটি প্রেমিক হৃদয়।
ভৈরবী সুর আর ভাটিয়ালী গানের মগ্নতায়,তৃপ্ত হয় মানব জীবন।
এখনো অঘ্রানের শীতে কৃষানির উঠোনে ম ম করে নবান্নের সুবাস।
আজ আর কয়েকটি রক্তিম,নির্মম,নির্দয় চক্ষুতে আমরা ভীত নই।
তাই,ধ্বংস স্তূপের মধ্যে থেকে ফিনিক্স পাখির মতো উঠে আসে চরৈবেতির অমৃতময় বানী-
অসতো মা সদ্‌গময়
তমসো মা জ্যোতির্গময়
মৃত্যোর্মামৃতং গময়।

1 comment:

  1. ভালো লেখা । আশাবাদী আমরা সবাই ।

    ReplyDelete