Saturday, April 4, 2020

বিপ্লব মাহাত




কবিতা-
অস্ত্র চাই

শাস্তি চাই শাস্তি,
এমন শাস্তি যাতে আর কেউ সাহস নাই পাই।
সহানুভূতি চাই সহানুভূতি,
যাতে পরিবারের সকইল প্রকৃতস্থ হতে পারে।
মোমবাতি চাই মোমবাতি,
যাতে নৃশংসতায় আগুন জ্বইলতে পারে।
বিচার চাই বিচার,
যাতে সবাই দোষ গুণ বুইঝতে পারে।
আওয়াজ চাই আওয়াজ,
যাতে বধির সমাজ শুইনতে পাই।
শক্তি চাই শক্তি,
যাতে আপোষহীন লড়হাই কইরতে পারে।
অস্ত্র চাই অস্ত্র,
যাতে নরখাদকদের শেষ বিদায় দিতে পারে।

No comments:

Post a Comment