Saturday, April 4, 2020

কুনাল গোস্বামী

 

কবিতা-
বন্দী টিয়া...


যে বিষাক্ত সরীসৃপ কুন্ডলী পাকিয়েছে
ওই ঘুমন্ত মস্তিষ্কে,বুঝি তোমার অজান্তে;
হয়তো তাই স্বপ্নে তুমি মৃত্যুর কাছাকাছি।
গনগনে লাল সূর্য যদি মুছে দিত অতীতের যত গাঢ় অন্ধকার
তবে কোনো জিয়ন কাঠির ছোঁয়ায় ঘুম ভাঙতো বন্দী টিয়ার

দ্যাখো,এক অন্ধ বধির কবি —
লতার মতো আঁকড়ে ধরেছে সৃষ্টি,
মৃত্যুর কাছাকাছি কত অর্ধমৃত্যু
আঙুলের নিশানায় হুঙ্কার দিতে দিতে
গর্জে ওঠে – এখনও তো বেঁচে আছি....

No comments:

Post a Comment