কবিতা -
অন্ধকারের দেশে
প্রত্যাশার বাঁশি বাজাতে বাজাতে চলে যাচ্ছি
অন্ধকারের দেশে
আমার নীরবতা ক্ষুণ্ণ করছে হাওয়া
উগ্র কোনও সন্নিধানে থেমে যাচ্ছে প্রেরণা
কী করে কথা হবে?
মৃত্যু সব নত করে দিচ্ছে
আর কুটিল রাষ্ট্রবাদে ঢুকে যাচ্ছে মানবতা
মিথ্যাকে সত্যি করার আলো
আর মানুষকে পতঙ্গ করার ম্যাজিক
প্রহরগুলি ঝরছে বন্ধ্যার প্রজনন ইচ্ছার মতো
তবুও কাপড় পরে দৈবঅভিমান
কার কাছে করছে নালিশ?
হত্যার ঘোর জুড়ে আতঙ্কের জন্মদিন
উৎসব নেই তবুও উৎসব কার?
হাঁটছি, যতদূর হাঁটা যায়
রক্ত লেগে যাচ্ছে প্রত্যাশার সুরে…
নতুন করে কিছুই বলার নেই । দারুন লেখা ।
ReplyDeleteআঁধারের পরিব্রাজক, হাতে সেই আশ্চর্য লণ্ঠন, যা সূর্যের খবর দিতে পারে...
ReplyDeleteকুটির রাষ্ট্রবাদে ঢুকে যাচ্ছে মানবতা।
ReplyDeleteঅসাধারণ শব্দ বন্ধ।
খুব সুন্দর।
দারুণ লাগল, দাদা।
ReplyDelete