কবিতা -
নতুন পৃথিবীতে
ঔদ্ধত্যের সোপান বেয়ে এ কোন পৃথিবী !
বিবর্তনের পথে হেঁটে ধ্বংসের দেওয়াল যেখানে পিঠ ঠেকিয়েছে দ্বিপদচারীরা।
কালো ধূমে আবৃত সভ্যতার প্রশ্বাসে প্রতিনিয়ত বিষের ছোঁবল!
অরণ্যবাসীর স্থান কেড়ে লাস্যময় নগরকীর্তন।
জিগীষায় মত্ত অহংকারীর মূঢ়তার অন্ধকার......
কদর্য লালসায় লালায়িত স্নায়ুরা স্থবির,বিকল।
প্রসারিত হোক হৃদয়ের অলিন্দ....
টাটকা অম্লজানের জন্য ফিরিয়ে আনি সবুজ।
জিঘাংসার ডাইনোসোরের অবলুপ্তি ঘটুক।
দূষণ দূরের দেশে হাঁটি হাজার মাইল....
পৌঁছে যাই নতুন সকালে অন্য কোথাও,
যেখানে মানুষের রক্তে মানুষ কলুষিত নয়,
আমিকে ছুটি দিয়ে আমারাকে আমন্ত্রণ করি।
সবাই বাঁচি একসাথে লুপ্তপ্রায়দের কাছে টেনে।
সুন্দর সবুজের বন্দরে ভালোবাসার ফুল সুগন্ধ ছড়াক।
সুন্দর লেখা ।
ReplyDelete