কবিতা-
ঘুরে দাঁড়ানো
জোয়ারের জল নেমে গেলে
পলিমাটির বুকে বাজে যন্ত্রণার দামামা
চারিদিকে ছড়ানো ছিটানো ইতঃস্তত
পরে থাকে পলির হাড় কঙ্কাল
তবুও আরও একবার কোজাগরী চাঁদ
প্রতিবিম্ব ছড়িয়ে দেয় নদীর জলে
চন্দ্রিমায় মাখামাখি হয়ে শ্বাপদেরা
সুঁড়ি পথ ধরে উঠে আসে জীবনে
হাজার তারার সামিয়ানার নিচে
পলিমাটির স্তুপে মিশে থাকে
কিশোরীর গোঙানির ক্ষীণ স্বর
সব স্বপ্নের ইতি ঘটে একদিন না একদিন
কিন্তু তাই বলে এইভাবে?
ভিজে বারুদের মতো নেতানো
দেশলাই প্রতিবাদের কোনো মূল্য নেই
ঈগলের মতো আরও একবার শাণিত করি
নখর ,চঞ্চু....পলি ঘেঁটে বের করি
ফিনিক্সের নবজন্ম,আরও একবার বাঁচবার আশায়
যদিও লকলকে,নধর পুঁই লতা জানে
অন্তিম সময় নিশ্বাস ফেলে ঘাড়ে,
হিমায়িত হয় সমস্ত জীবনী গ্রন্থন।
No comments:
Post a Comment