কবিতা-
যাজ্ঞসেনী
যজ্ঞের আগুন থেকে
তুমি উঠে এসো আরও একবার--না,পান্ডবকূলবধূ দ্রৌপদী নয়
তুমি এসো আগুন পাখি হয়ে।
তোমার কপালে থাক তৃতীয় নয়নের বহ্নিশিখা
মুখে থাক জ্যোতিষ্কলোকের দীপ্তি ।
অন্তরে থাক নব প্রাণের অঙ্কুরিত চেতনা ।
নবজাতকের প্রতিশ্রুতি।।
বিষাক্ত ধোঁয়ায় আজ
ঢেকেছে অহং বোধের অট্টালিকা
আকাশছোঁয়া প্রত্যাশারা ভিড় করেছে
স্বার্থপর বুকের আনাচে কানাচে ।
তুমি এসো আগুন পাখি--
তোমার বুকে থাক আগুন,
মুখে থাক স্বপ্ন বোনার খড়কুটো
সূর্যাস্তের শেষ আলোয় ছাই হওয়া পালকের তলায় বেঁচে উঠুক,সূর্যোদয়ের প্রথম প্রতিশ্রুতি ।
ধর্মের প্রহসন আর মানবতার কঙ্কালে
ক্রৌঞ্চ মিশুক ফিনিক্সের ডানায়
এসো আমরা চিৎকার করে বলি-
-
মা নিষাদ, "কেন এখনো অস্ত্র রাঙে
এখন কেন ক্রৌঞ্চের কাতরতা
এখনো কেন শবর শবরী হয়ে
মুখোশেতে ঢাকা-হানাদারী নাশকতা।
আমরা বলবো অসদো সদ্ গময়
আমরা গাইবো প্রভাত আলোয় ভাসুক
ভাঙাচোরা ঐ রাতের আঁধার থেকে
আলোর ফিনিক্স নতুন স্বপ্নে আসুক।।
No comments:
Post a Comment