Saturday, April 4, 2020

হিয়া সুলতানা


কবিতা-
পদক্ষেপ

মনে পড়ে সেই প্রথম চলার দিনগুলি
ধাপে ধাপে এগিয়ে চলার পথ শুরু
আঙুল ঘিরে আগলে ছিলো মা বাবা
চলার পথে তারাই তো প্রথম গুরু।
মনে পড়ে প্রথমবার সেই ব্যর্থতা
খেলার মাঠে থামতে হলো মাঝপথে
বাবার হাতটা এগিয়ে এসে বললো মা
শিখতে গেলে পড়তে হয় ময়দানেতে।
প্রেমিক যেদিন করেছিলো ভুল দাবি
দৌড়ে এসে ঘরের ভিতর ডিপ্রেশন
বিশ্বাসঘাতী চিন্তা যখন মন জুড়ে
উঠতে আবার শিখিয়েছিলো মা তখন।
এদিকওদিক হন্য হয়ে চাকরি চাই
পরীক্ষারা মিশেছিলো নিশ্বাস জুড়ে
'একদিন ঠিক হবেই দেখিস' এই জোরটুকু
বেঁচে ছিলো লড়াই করার শক্তি  ঘিরে।
জয়ের জোয়ার যেদিন এলো জীবনে
'লড়াই শেষ ' স্বস্তি এই ভাবনাতে
আশীর্বাদ বললো মাথায় হাত রেখে
'এবার লড়াই মানুষ হয়ে ওঠাতে'।
সফলতা যখন আসে খুব কাছে
মানুষ তখন হয়ে ওঠে অহংকারী
শাখায় বসে ভুলে যায় শেকড়কে
চেষ্টা আজও, হওয়া অহংকারহীন নারী।

No comments:

Post a Comment