Saturday, April 4, 2020

শাহনাজ আহমেদ


কবিতা -
পৃথিবীটা কার

হে বিধাতা , পৃথিবীটা বলো কার ?
সে কি কেবলি , পুরুষের স্বাধীনতার ?
তবে কেন বলো নারীরা পায়না
প্রাণ ভরে শ্বাস নেবার অধিকার ?
কেন বলো তবে , প্রতিপদে তাকে
হতে হয় , পুরুষের  লালসার শিকার ?
বীরাঙ্গনা হোক সে যতই  তবু কেন তাকে
সইতে হবে  বৈষম্যের বিচার ?
সৃষ্টি-লগ্নেই বলো কেন  করেছো বিভেদ—
একি নয়  তোমার অবিচার !

হে বিধাতা , পৃথিবীটা বলো কার !
সেকি কেবলি  ক্ষমতাবানের ক্ষমতার ?
তবে কেন বলো অসহায় মানুষগুলো
হয়ে আসছে  ক্ষমতা জয়ের হাতিয়ার !
জরাজীর্ন, মলিন বস্ত্রে পড়ে থাকে
ক্লান্ত , শ্রান্ত , শীর্ণ দেহখানি কোনোমতে
পথের ধারে , মাটির পরে  শঙ্কায় , অবহেলায়
সম্বলহীন আশ্রয়টুকুও  হয়না কেন নিশ্চিন্ততার ?
জন্ম লগ্নেই বলো কেন  করেছ বঞ্চিত তাকে
একি নয় তোমার  অন্যায়-অবিচার ?

হে বিধাতা , পৃথিবীটা  বলো কার !
সে কি কেবলি ধনীর অর্থের অহংকার ?
তবে কেন বলো ঐ ছোট্ট শিশুটির
পেট ভরা নয় , ভাগ্যে জুটেছে অনাহার ?
কি ছিল তার অপরাধ ! সেও তো হতে পারত
আলালের দুলাল ! কোনো প্রাচুর্যভরা অট্টালিকার !
অন্নহীন , বস্ত্রহীন , নিষ্পাপ মুখে ঘুমিয়ে আছে
মাতৃক্রোড়ে  স্নেহের পরশ মাখা , পরম মমতার
ভাগ্যের এ কি বিড়ম্বনা তার সাথে ৷
একি নয় তোমার  পক্ষপাতের বিচার ?

হে বিধাতা , পৃথিবীটা বলো কার ?
সেকি কেবলি  সন্ত্রাসের  ভয়াবহতার ?
তবে কেন বলো , পরাজয় হয় বিশ্ব-মানবতার !
চারিদিকে কেন ছেয়ে আছে  শুধুই হাহাকার !
যেদিকে তাকাই  বিস্ফারিত  রক্তচক্ষু  স্বার্থপরতার ,
হিংসার  লেলিহান শিখায় জ্বলছে আগুন ,
বলি হয় , কত শত নিরীহ  আবাল-বৃদ্ধ-বণিতার !
যুগে যুগে এ কি অবক্ষয় মানব  সভ্যতার ৷
আর কত ; সাক্ষী বহন করবে নিষ্ঠুরতার !
আসবে সেদিন কবে ,  সমাপন হবে অনাচার !

স্বপ্ন দেখি , জন্মেছে যেই , পৃথিবীটা হোক তার
হে বিধাতা , সবাই যেন পায় , বাঁচার পূর্ণ অধিকার ।।

No comments:

Post a Comment