কবিতা -
আঁধার পল্লী
শহরের অচেনা ওলি-গলি।
চারিদিকে কোলাহল।
চূর্ণিত কংক্রিটের রাস্তা।
সূর্যের আলো কে ঢেকে দিয়েছে,
পল্লীর বাড়িগুলি
আর্তনাদে ভেসে আসছে,
কাকের হাঁক
রক্তিম আলোতে,
মেতেছে সূর্য
সন্ধ্যা ঘনিয়ে এসেছে।
স্বপ্নেরা সব,বাড়িতে ফিরছে।
এবার ঘটতে চলেছে!
কিছু স্বপ্নের হাতছানি।
এখানে নিত্য সন্ধ্যা ঘনিয়ে আসে।
কিন্তু,নিত্য ভাবেই,
কিছু স্বপ্ন ধোঁয়াশা থেকে যায়।
কাকের হাঁক না ডাক ?
ReplyDeleteওইটা ওই ভাবেই লেখা।
Delete