Monday, February 18, 2019

বিদ্যুৎ মিশ্র

কবিতা-
প্রতীক্ষা

সব প্রতীক্ষা শেষ হয়ে গেলে মানুষ অবাক হয়ে যাবে
যদি সব লাভ লোকসানের হিসেব মিলে যায়
তুমি কি করবে।হা পিত্যেশ করে  বসে আছো
দিব্যি দিনু কাকার চায়ের দোকানে; সমস্ত ভালোলাগা
আর বেশি দিন নেই তোমার হাতের মুঠোয়।
এমনি একটা দিন এলে তুমি কি করবে। তোমার জন্য তো
নতুন কিছু থাকবে না। বাগানের সব ফুল গুলোয় গোলাপ হলে।


No comments:

Post a Comment