Monday, February 18, 2019

অঙ্কন মুখোপাধ্যায়



কবিতা
ক্ষনিক দেখা

আবার দেখা হলো যখন
বহুবছর পরে
বদলে গেছে সময় তখন
একটু একটু করে

বয়ে গেছে হাজার নদী
অন্য পথে ঘুরে
ঝড়ে গেছে বহু শ্রাবণ
হৃদয় কুরে কুরে

আবার যখন হলো দেখা
দুজন মুখোমুখি
হারিয়ে তখন মুখের ভাষা
শুধুই চোখাচোখি

হারানো সেই দিনের কথা
চোখে আবার ভাসে
একলা আমি ঘরে ফিরি
ভরা বাদলা মাসে

No comments:

Post a Comment