Monday, February 18, 2019

নীলাক্ষী



কবিতা –
স্পর্শ

 মাটির আস্বাদনের মিষ্টতা
বয়সের ভারে নুইয়ে পরা জীবন
রোদ্দুরের ঝলককে টেনে ছিঁড়ে দিই আমি,
হাতের স্পর্শে
ব্যর্থ কল্পনায় মায়া টানে সুনিয়ম।

তবু আমি বেঁকে বসি
ভাবনার কল্পনারা এলোমেলো হয় সর্বত্র
উঠোনের শালিককে খেতে দিই ধান
সবকিছু হারাতে গিয়েও জিতে যাই আমি।

মাটির কঠিন গন্ধ আস্বাদনে,
সোঁদা সোঁদা চিবুকের অন্তহীন টানে
কচুরিপানা আর শ্যাওলা দামের ঝগড়া
সবকিছু ভুলিয়ে দেয় আমায়।

No comments:

Post a Comment