কবিতা
–
ফাল্গুনী
ফাল্গুনী,
মায়াবী চাওনিতে মনের কুটীরে
আবছায়া তুমি,
আলেয়ার মতো মোহিনী নিশীথে
কনীনিকায় জীবন্ত হয়ে ওঠো
একরাশ গোলাপের হাসিতে ।
প্লাবিত হয় প্রানবন্ত হৃদয়
গল্প কবিতা গানে
মাঝে মাঝে আমার ভীষণ ইচ্ছে করে
আলাপটা সেরে নিতে
কিন্তু, বাতাসের সংকোচন প্রসারণ
পথের বুকে আশ্রিত ধুলিকনার-
বিরূপ অত্যাচার
আমাকে কোনঠাসা করেছে
সেকালে সূর্য বিমুখ নারীর মতো,
গৃহীত গর্তে আঁৎকে ওঠে প্রান
আলো - আঁধারে ।
ফাল্গুনী, বসন্তে ঝড়া পাতার
অকৃত্রিম প্রেম
এক মুঠো স্বপ্ন...
উত্তাল তরঙ্গে ভাঙে হৃদয়ের বাঁধ,
চাতকের অপার দৃষ্টিতে
করেছি গ্রাস...
অতৃপ্ত হৃদয়ের পূর্ণতায় ।
No comments:
Post a Comment