কবিতা-
একটি
লাল গোলাপ
আজও শুকনো ফুলের মাঝে তোমার গন্ধ মাখা,
বছর দশেক আগের সেই আলো ছড়ানো ভ্যালেন্টাইন দিনে
দিয়ে ছিলে যত্ন করে.....
আজও অম্লান স্মৃতির পটে আঁকা
তোমার নিটোল জলছবি --
সেই সাগর অতল চোখে অন্তহীন ভাষা,
গোলাপরাঙা ঠোঁটে মায়াবী এক নেশা,
হাতে- হাত, চোখে-চোখ
আজীবন পাশে থাকার প্রতিশ্রুতিভরা মুখ....
আজও সেইদিন আসে
ভালোবাসার চিহ্ন এঁকে সাথে,
ডায়রীর বাঁধন ছেড়ে স্মৃতিচিহ্ন মনের সাথে মাতে,
ডুবে যাই আমার প্রেমের গভীরে,
সীমাহীন অক্ষয়িষ্ণু বিষন্নতার নিবিড়ে......
প্রতিশ্রুতি ছুঁড়ে ফেলে,
বৈশাখী এক চাঁদনী রাতে,
গোলাপজড়ানো রজনীগন্ধার মালা হাতে
অন্যের ঘরনী হলে....
আঘাতে রক্তাক্ত ভালোবাসা ব্যাথার অন্তরালে
ভিজেছিল নোনাজলে ;
আজও লাল গোলাপের সাথে একটা মৃত স্বপ্ন বাঁধা
আর আমার ভালোবাসার সাথে কাঁদা
নির্বাক বিষন্নতা......
অসাধারণ
ReplyDelete