Monday, February 18, 2019

রীতা আক্তার



কবিতা –
ইচ্ছে করে

ইচ্ছে করে
একবার বসন্ত হয়ে উঠি,
তোমার মনিকোঠায়।
অজস্র পলাশ হয়ে ঝরি,
তোমার হৃদয় প্রাঙ্গণে।
শ্বেত বিন্দুর মতো
রাত জাগা শিশির হয়ে ছুঁয়ে দেই,
তোমার মসৃন কপোলে ফুটে উঠা তিলক।
কৃষ্ণচূড়ার লাল রঙে রাঙিয়ে দেই,
তোমার দু' গাল।

খুব ইচ্ছে করে
একবার বসন্ত হয়ে উঠি,
তোমার এক চিলতে উঠনে।
তোমার হাতে লাগানো,
ফুল গাছের ফুল হয়ে থাকি।
তুমি পানি দেবার ছলে আমায়,
ছুঁয়ে যাবে রোজ।

খুব ইচ্ছে করে
একবার বসন্ত হয়ে উঠি,
তোমার পড়ার টেবিল জুড়ে।
ডায়রির পাতা উল্টিয়ে যখন,
লিখবে আমার কথা,
কলমের সংস্পর্শে আমি
মিশে রবো তাতে।
কখনও রবিঠাকুর,
কখনও জয় গোস্বামীর কবিতায়,
মুগ্ধ করবে পাঠে।

খুব ইচ্ছে করে
একবার বসন্ত হয়ে উঠি,
তোমার আঁধারের সীমানায়।
আঁধারের বিষাদ মুছে দিয়ে,
নিরেট আলোয় তোমার মুখটা,
একবার দেখতে চাই।
ইচ্ছে করে......
খুব ইচ্ছে করে....।

No comments:

Post a Comment