Monday, February 18, 2019

চন্দন সেনগুপ্ত



কবিতা-
ভালোবাসার রং

ছেলেটা ভীষণ ভালোবাসতো সহপাঠী এক নারী,
গায়ের রং একটু চাপা তার কাছে সুন্দরী ।
একাদশ পেরিয়ে তারা উচ্চ মাধ্যমিক,
পড়াশোনায় মন লাগে না বেড়ায় দিগ্বিদিক!
বাবা মায়ের কানে গেল ভালোবাসার কথা,
বাবা কিছু না বললেও মায়ের মনে ব্যথা !
ছেলেকে ডেকে মা বললেন, 'কি শুনছি খোকা ?'
মধ্যবিত্ত মানুষ আমরা, কেন দিচ্ছিস ধোঁকা ?
স্বজাতি নয়, জ্ঞাতি  নয়, গায়ের রং কালো
মানবে তো এই অজ পাড়াগাঁ ?'ওই মেয়েটাই ভালো' !
'
ভালবাসলে জাত থাকে না ভালবাসলে রং
ভালবাসলে প্রতিবন্ধীর সুন্দর গড়ন '
মায়ের কাছে বললো ছেলে চোখের কোণে  জল,
সত্যি শুনে মায়ের বুক আনন্দে উচ্ছল ।
আজ দুজনে কলেজ ছেড়ে বিশ্ববিদ্যালয় ,
একই স্কুলে পড়ায় ওরা ভয় করেছে জয় ।
এখন ওরা গ্রামেই থাকে শহরেও আস্তানা,
সমাজ যাদের শাসিয়ে  ছিল শ্রদ্ধায় আটখানা ।

No comments:

Post a Comment