Monday, February 18, 2019

ধীরেন্দ্রনাথ চৌধুরী



কবিতা -
তোর .........

তোর     বাগানেতে অনেক ফুলের মেলা,
তোর     তাদের ওপর চরম অবহেলা  
তোর     মেজাজটা যে বড্ড উড়োনচন্ডী,
তোর     নিজের ঘরেই কাটিস সীতার গন্ডী
তোর    ঘরের ভেতর আরেকখানা ঘর,
তোর    মন বলেছে, ভীষন স্বার্থপর
তোর    বেরিয়ে যাওয়া, হঠাৎ নিশির ডাকে,
তোর     সত্বা আছে খামখেয়ালীর ফাঁকে
তোর     লেখায় আছে প্রেমের আবেদন,
তোর     অহংকারের শুধুই আস্ফালন
তোর     আকাশটা আজ ভীষন বেসামাল,
তোর     গানের ভেতর হঠাৎ কাটে তাল
তোর     ছন্নছাড়া জীবন-উৎসব,
তোর     ডালেতে নেই নতুন পল্লব
তোর     ঘরকন্নার কাজেতে খুব ফাঁকি,
তোর     মন্ডপেতে বাজায় না আর ঢাকি
তোর     দু চোখেতে, দু রকমের ভাষা,
তোর     শূণ্য খাতায় অশেষ প্রত্যাশা
তোর     আকাশটাকে ভীষন চেনা দায়,
তোর     নিষেধ মেনে কেবল রঙ পাল্টায়
তোর     অনাহুত আহ্বানে নেই ঢেউ,
তোর     নদীর পাড়ে আর আসেনা কেউ
তোর     দেব-দেউলে সামবেদের ওই গান,
তোর     মনের ভেতর সুলুক সন্ধান  
তোর     অফিস যাবার নেই কোনো আজ তাড়া,
তোর      অনাঘ্রাত ফুলেতে নেই সাড়া
তোর      জীবনবোধের অভাব উপস্থিত,
তোর      নড়ে গেছে চার দেয়ালের ভিত
তোর     ধারনা নেই, তোর কি অবস্থান,
তোর     কণ্ঠেতে নেই সুরেলা সেই গান,
তোর     এত কিছু "নেই"এর মাঝেও স্রোত,
তোর     সঙ্গে তবু জড়িয়েছি ওতপ্রোত
তোর     অভিষেকে না থাক নহবত,
তোর     ভাবনা যাই হোক, সৎ বা অসৎ,
তোর     আলোর রাতে না থাক রোশনাই,
তোর    অনিচ্ছাতেও তবু তোকেই চাই

No comments:

Post a Comment