কবিতা
–
ভালোবাসা এক অনন্ত রূপকথা
গোলাপী আতরমাখা কিছু আশ্চর্য
রূপকথা জন্ম নেয়
সময়ের পাকদন্ডী বেয়ে শুধু শিকড় ছড়িয়ে দেয়;
অস্তিত্ব আন্দোলিত প্রশ্ন- কবে কোন বীজে অঙ্কুরোদ্গম তার?
নৈঃশব্দ্য জানে কি গোপনে গহনে চলে নিত্য শিকড় বিস্তার!
সময়ের পাকদন্ডী বেয়ে শুধু শিকড় ছড়িয়ে দেয়;
অস্তিত্ব আন্দোলিত প্রশ্ন- কবে কোন বীজে অঙ্কুরোদ্গম তার?
নৈঃশব্দ্য জানে কি গোপনে গহনে চলে নিত্য শিকড় বিস্তার!
স্বরচিত পান্ডুলিপি তার
বিধ্বস্ত জীবনপটে লেখা-
নীরব আত্মাহুতির দাবী জানায় অলাতচক্ররেখা;
বহ্নিবন্যা অনন্ত দহনকথা, ঝরে বৃষ্টি হয়ে নিদাঘ শেষে-
ফোঁটায় ফোঁটায় চাতকী বৃষ্টিপান উপসংহারে এসে।
নীরব আত্মাহুতির দাবী জানায় অলাতচক্ররেখা;
বহ্নিবন্যা অনন্ত দহনকথা, ঝরে বৃষ্টি হয়ে নিদাঘ শেষে-
ফোঁটায় ফোঁটায় চাতকী বৃষ্টিপান উপসংহারে এসে।
শিকড় জেনেছে প্লাবন আসে যখন বৃষ্টি
ঝরে নির্ঝরে,
নৈঃশব্দের কাছে সে'রূপকথা লিখে গেছে আপন স্বাক্ষরে।
নৈঃশব্দের কাছে সে'রূপকথা লিখে গেছে আপন স্বাক্ষরে।
No comments:
Post a Comment