Monday, February 18, 2019

কুনাল গোস্বামী



কবিতা -
শিল্পী....... 

আচ্ছা শিল্পী হতে কি লাগে রংতুলি বা কলম?
 কে জানে! আমি তো সব ছাই ভস্ম মাখি
  আর থাকি নেশায় আসক্ত চরম

তোমার নিশ্বাসে যদি আমার নিশ্বাস পরে
 আর আমার ঠোঁটে তোমার অশ্রুকণা 
সেদিন তবে ওঠো তুমি আমার কবিতা হয়ে
 সে কবিতা আমি পড়ে নেবো আমার একাকীত্বের রাতে!

যদি কোনোদিন জ্বলন্ত রংমশালের আগুনে থেমে যায় হৃদস্পন্দন 
 সেদিন তুমি আমায় এমনি ভাবে জড়িয়ে থেকো 
  যেন শীতের ভোরের ঘন কুয়াশার মতো 
সেদিন তুমি লিখো আমায় নিয়ে একখানা কবিতা
    অথবা রংধনুর রঙে এঁকো আমার ছবি,

যেন সেদিন আমিও বলতে পারি "হ্যাঁ তুমি শিল্পী, আমার ছাই ভস্ম মাখা কল্পনাতে আমি তোমার জলছবি আঁকি!"

No comments:

Post a Comment