কবিতা
–
ঈষৎ
সংকেত
এক
ফসলি উর্বরতায় কল্পনা ভেঙ্গে ভেঙ্গে
স্বপ্ন বোনার শেষে
মোতোয়াল্লী মন
উজান পেরিয়ে ভাড়াটের ঘরে|
স্বপ্ন বোনার শেষে
মোতোয়াল্লী মন
উজান পেরিয়ে ভাড়াটের ঘরে|
_________ইচ্ছেরা সব উদ্বাস্তু!
আমার
চিৎকার তার পিছন ছুঁয়ে
গন্তব্যের প্রথম কাতারে|
কিন্তু আমি পুনরায় নিজেকে আগলে রেখেছি কয়েক বারের শ্বাস-প্রশ্বাসে |
কিন্তু আমি পুনরায় নিজেকে আগলে রেখেছি কয়েক বারের শ্বাস-প্রশ্বাসে |
অনুরোধ
মাড়িয়ে সময় যখন বৃদ্ধ
তখন আকাশের বিশালতা মনের গণ্ডী ছেপে|
তখন আকাশের বিশালতা মনের গণ্ডী ছেপে|
উদ্বায়ী
আকাঙ্ক্ষা জমে থাকে না বিলীন হওয়ার আগে|
ফেরত বুদ্ধির বিকল্প চেষ্টা বিফলে কাঁদায় যাকে___
বেঁচে আছি আমি
তার শেষ উদাহরণ হয়ে |
ফেরত বুদ্ধির বিকল্প চেষ্টা বিফলে কাঁদায় যাকে___
বেঁচে আছি আমি
তার শেষ উদাহরণ হয়ে |
No comments:
Post a Comment