কবিতা –
ভ্যালেনটাইন ডে
এই বারুদের দিনে তোমায়
দেবোনা কোনো রক্তগোলাপ,
লাল বড় সহজলভ্য রঙ, খবরের কাগজের পাতায় পাতায়,
তোমায় নেবো না কোনো
মোমবাতি আলোকিত রাতরেঁস্তোরায়,
মোমবাতি জেনে গেছে পৃথিবীর
অগণিত পাপ।
দুজনে একলা হলে ছাতে নিয়ে
গিয়ে,
তোমাকে চেনাতাম লুব্ধক,
দেখাতাম অরুন্ধতী
সপ্তর্ষিমণ্ডলের কত কাছাকাছি থাকে,
এক আকাশ ভরা তারা বলো আর
কিভাবে দিই তোমাকে,
পাঁচ কোটি উদ্বাস্তু ওদের
যে রোজ দেখে বাধ্যবাধক।
ফেলে দেওয়া পিৎজার টুকরোতে
লেগে আছে সিরিয়ান বালকের খিদে,
কিনলের বোতলের তলানিতে
রাজস্থানী বালিকার ঘাম মনে পড়ে,
আজও প্রেম বিলাসিতা পৃথিবীর কোটি কোটি ঘরে,
কি দেবো তোমায় বলো, উপহার কি
দেবো আজ, প্রেমের
তাগিদে?
No comments:
Post a Comment