কবিতা
–
দুটি হৃদয়ের অন্তমিল"
ভালোবাসা গোপন রাখার জিনিস নয়,
যে তাকে গুটিয়ে রাখবো....
আড়ালে রাখার বস্তু নয় যে লুকিয়ে রাখবো
ভালোবাসা কোন মূল্যেই পাওয়া যায়না,
অন্তমিলের হৃদয়ের বন্ধন না থাকলে ।
কারন ভালোবাসা বিলুপ্ত হয়না চিরন্তন উজ্জীবিত
ভালোবাসা অনুভূতি হৃদস্পন্দন আবেগপ্রবন,
শ্রাবনের বর্ষার মতন ভালোলাগায় শিহরন অকারন।
নির্মেঘে বিদ্যুৎ চমকায় বাজ পড়ে বৃষ্টি ঝরে
অজানা ভালোবাসা কোথা থেকে এসে,
প্রাণের মাঝে অজান্তেই গভীর দৃঢ় বাসা বাঁধে ।
অন্তহীন শক্ত মুঠো আঁকড়ে ধরে আঙুল দুটি
নেত্র দুটি রাঙিয়ে যায় কখনও বা মুখমন্ডলে কালবৈশাখী ফুটে ওঠে সবাই বোঝেনা।
ভালোবাসা গোপন রাখার জিনিস নয়,
যে তাকে গুটিয়ে রাখবো....
আড়ালে রাখার বস্তু নয় যে লুকিয়ে রাখবো
ভালোবাসা কোন মূল্যেই পাওয়া যায়না,
অন্তমিলের হৃদয়ের বন্ধন না থাকলে ।
কারন ভালোবাসা বিলুপ্ত হয়না চিরন্তন উজ্জীবিত
ভালোবাসা অনুভূতি হৃদস্পন্দন আবেগপ্রবন,
শ্রাবনের বর্ষার মতন ভালোলাগায় শিহরন অকারন।
নির্মেঘে বিদ্যুৎ চমকায় বাজ পড়ে বৃষ্টি ঝরে
অজানা ভালোবাসা কোথা থেকে এসে,
প্রাণের মাঝে অজান্তেই গভীর দৃঢ় বাসা বাঁধে ।
অন্তহীন শক্ত মুঠো আঁকড়ে ধরে আঙুল দুটি
নেত্র দুটি রাঙিয়ে যায় কখনও বা মুখমন্ডলে কালবৈশাখী ফুটে ওঠে সবাই বোঝেনা।
No comments:
Post a Comment