Monday, May 4, 2020

বন্দনা কুণ্ডু



কবিতা -    

কথা হয়েছিল তবু কথা হলো না

নিশিথের অন্তরালে আলাপী হৃদয়
বুনেছিল স্বপ্নের নীড়,
যুগ যুগ ধরে ভেজা নীল জ্যোৎস্নায়
কথা ছিল থাকবে নিবিড়।

শতাব্দী শেষ করে গোধূলিবেলায়
ফিরেছিল বেদনার দল,
অন্তর মেঘটাকে বাঁধতে পারেনি
ছুঁয়েছিল চিবুক নোনাজল।

সহস্র বছরের ক্লান্তিহীন পথচলা
থেমেছিল সেই ক্ষণিকায়,
আবেগের স্রোতটাও অবাকের মহিমায়
নেমেছিল চোখের তারায়।

বিষন্ন বিকেলের ছেড়ে যাওয়া হাত
দিয়েছিল মনেতে মলাট,
হেঁটেছিল ঠিকানাবিহীন সুদূরের পথ
রেঙেছিল সিঁদুরে ললাট।।

No comments:

Post a Comment