Monday, May 4, 2020

কর্ণধর মণ্ডল



কবিতা -   

অতীত-স্মৃতি

আর কখন হবে না যাওয়া,
রূপকথার ওই তেপান্তরে!
ছোট্টবেলায় কল্পরাজ্যে রোজ বেড়াতাম,
ঠাকুর মায়ের হাতটি ধরে।।

চাঁদের বুড়ি রোদ পোহাতো,
এলোকেশে মেঘের বাড়ি!
ঠাকুর দাদার মুখে রং-বাহারী গল্প শুনে,
পঙ্খীরাজে চেপে কল্পনাতে দিতাম পাড়ি।।

সাত-সাগর আর তেরো নদী,
অনায়াসে পাড়ি দিতাম রোজ!
মরীচিকাময় মায়ার মোহে মগ্ন হয়ে,
আজ সেদিনের একটি বারও নিই না খোঁজ।।

তাই সুখ পাখিটা গেছে উড়ে,
অভিমানে অচিন দেশে ডানা মেলে!
ব্যর্থ পথিক হয়ে গোলক ধাঁধাঁয়  দিগ্বিদিক....
দেখি না অতীতটাকে চক্ষু মেলে।।

আকাশ ছোঁয়া সুখ যে ছিল শান্তি ছিলো,
হারিয়ে যাওয়া সেই কটা দিন!
আজ মুঠোফোনে বন্দি সবাই,
স্বজন হীন নিঃসঙ্গ জীবনে বাড়ছে অধিক বেদনার ঋণ।।

No comments:

Post a Comment