Monday, May 4, 2020

সাত্যকি



দুই কবিতা –

একটা রোদ্দুরের গল্প

প্রত্যেক দিনের মতো এখনও দিন আসে নতুন ভোরের গল্প নিয়ে তার পাশে শুয়ে থাকে রাত সেখানে চাঁদ তারা জোনাকিরা পালা করে গেয়ে যায় গান অবশিষ্ট কিছু যা পড়ে থাকে রাত পাখি এসে পূর্ণ করে সব আগের মতোই আছে আগের মতো আমিও থালা পেতে বসি দিনের গায়ে থালায় এসে পড়ে রোদ রোদ্দুর চকচক করে থালার ছাপ আমার মুখে ছায়া ফেলে আগে বৃষ্টি ঝরত এখন বিছানো থালা জুড়ে রোদ শুধুই রোদ রাতেরও গা জুড়ে রোদ চুঁইয়ে পড়ে থালায় হাতের বাকিটা অংশ জ্বলে যায়  আগেও দিন আসত রোদ নিভলে এগিয়ে আসত রাত বসন্তের হাওয়ার মতো নামত চাঁদের আলো পাশে জোনাকি

এখন শুধুই রোদের গা ছলছল...

********************************************************        

মেঘ ওড়ার শব্দ

রংপেনসিলের মতো ঠিকরে পড়ত আলো বারান্দার কার্নিশ জুড়ে হাওয়া রাত্রি জুড়ে ছায়া ধুলো ঝেড়ে ঝেড়ে এখন কেটে যায় দিন বাদামি রঙের পৃষ্ঠাদের গায়ে অনেক কথা অনেক স্মৃতি ধুলোর দাগের মতো লেগে থাকে কিন্তু তাদের নিয়ে উৎসাহ কম আলো নিভে গেলে একটা স্থিরতা থাকে আর তার ভিতর চলে আলো জ্বালার একটা দীর্ঘ প্রক্রিয়া এখন সেই প্রক্রিয়া জুড়ে শুধুই মেঘে ওড়ার শব্দ ভেসে আসে

No comments:

Post a Comment