Monday, May 4, 2020

জয়তী পাত্র অধিকারী



কবিতা-    

তুমি ছাড়া.....

তোমার সাথে এখন আর
আমার রোজ
ঢেউ বিনিময় হয় না-
আমার নুড়ি বালি
অকারণ মাখামাখি করে না
তোমার চিবুক ঘেঁষে-
ক্যালেন্ডারের ক্লান্ত ডিঙি
উজিয়ে তাই যখন আসো
যোজন পারের বাঁকে;
আমার ধূসর গেরুয়া
ভেসে যায় ঐ
রামধনু ঢেউ জলে!
তেমন করে বাঁধা হয় না মীড়,
যুগল রাগে
জাগে না নতুন আলাপ,
তবু তোমার
ভরাট গলার স্বরে
আমার খড় কুটো কুঁড়ে,
আনাচ কানাচ ম' ' করে-
তারপর জোয়ারের জল
বিমুখ হলে,
আমি এসে দাঁড়াই
অপেক্ষার বারান্দায়-
শ্রাবণ সন্ধ্যা থমকে গেলে
অঝোর ভিজব বলে-

কাকে আর বলব বল,
তুমি ছাড়া-
জুঁইফুল আজও ভালবাসি!

No comments:

Post a Comment