Monday, May 4, 2020

শম্পা কর্মকার



কবিতা -       

রূপকথার আমি

আমার মধ্যে একটা ছেলেবেলার আমি আছে,
সবসময় ছেলেবেলাটা খুঁজে থাকে মনের কাছে।
মাঝে মাঝে ছোটবেলাটাকে বার করে আনে হৃদয়ের গোপন থেকে!
মনটার তো আর বয়স বাড়ে নি এখনো,
তাই যেকোন কাজ করতে ভয় নেই কোনো।

মাঝে মাঝে রুপকথার ঘোড়ায় চড়া     রাজপুত্রকে খুঁজে বেড়ায়,
রুপকথার দেশে নিজেকে রাজরানী রুপে দেখে কল্পনায়!
গল্প শুনতে শুনতে যাকে নিয়ে স্বপ্ন দেখতো সেই অবুঝ  মন !
সেই বীর সুন্দর পুরুষ এখনো তাকে করতে চায় আপন।
পক্ষীরাজ ঘোড়ায় চড়ে , সুন্দর রাজবেসে মেঘের সাথে ভেসে ,
কতো দেশ জয় করে, সাত সমুদ্র তোর নদী পেরিয়ে আসবে সে ।


এসে বলবে ভালোবেসে, "কতো কাল করেছি তোমারই অপেক্ষা"!
'এসো প্রিয়া, চলে এসো বুকের মাঝে হৃদয়ে, হলই যখন দেখা!"
দুজনে মিলে ঘর বাঁধবো, চাঁদ সুর্য সাক্ষী থাকবে!
তারারা সব ঝিলমিলিয়ে ফুল দিয়ে আশিষ দেবে।।

No comments:

Post a Comment