Monday, May 4, 2020

দীপক আঢ্য



কবিতা -           

ঈশ্বরের মুখ

রাত্রি আরও অন্ধকার হয়ে এলে
জানলার ধারে সবেদাগাছের পাতাগুলো
তাকিয়ে থাকে অপলকে
ঘুলঘুলির ভিতরে খড়কুটো বুকে নিয়ে
উৎকর্ণ চড়ুই এর কান
ঠাণ্ডা বাতাসেরাও বারবার ছুঁয়ে যায়
কিছু কথা শোনার তাগিদে
শব্দহীন পা আসে সিঁড়ি দিয়ে
জ্বলজ্বল চোখে ঘরের মার্জার
আরও গাঢ় নিস্তব্ধতা নেমে আসে ক্রমশ
তুমি কি এখনো তাকিয়ে রয়েছ ঈশ্বর?
চোখ রাখি আকাশের চোখে
অসংখ্য তারার ভিতর হাতড়াই হাতড়াই
বুকের গভীরে মুচড়ে ওঠা যন্ত্রণা
কেমন ঝাপসা হয়ে ঝরে
ঠিক তখনই তোমাদের মুখগুলো স্পষ্ট দেখি
ঈশ্বরের মুখ বুঝি এমনই দেখতে হয়?

No comments:

Post a Comment