Monday, May 4, 2020

বদরুদ্দোজা শেখু



কবিতা-   

অপ্রাকৃত

অনেক ক্ষণ সকাল হয়েছে
তবু শুয়ে' আছি । অনেকটা
ইচ্ছে করেই শুয়ে' আছি। চোখে ঘোর,
স্নায়ুতন্ত্রে ঘোর লেগে আছে ।

একসাথে অনেক কিছুর ঘ্রাণ পাচ্ছি
দাওয়া নিকানোর গন্ধ পাচ্ছি, আঙিনায়
গোবর-ছড়োর গন্ধ পাচ্ছি
ধান সেদ্ধর ঘ্রাণ পাচ্ছি
আলু পোড়ানোর ঘ্রাণ পাচ্ছি
উষ্ণ ভাকা-ধুকির সুগন্ধ পাচ্ছি,পৌষের
ভোর রাতে শেহরি খাওয়ার খুশবু পাচ্ছি
ধানের কি গমের শিষের স্পর্শ পাচ্ছি
মাড়ুনে বলদ জোতার সাড়া পাচ্ছি
ধান মাড়ানোর শব্দ পাচ্ছি
পুআল ঝাড়ার শব্দ পাচ্ছি
পাতান পাছুড়ার আওয়াজ পাচ্ছি
ধানী ধূলোর ঝাঁজ পাচ্ছি
অপ্রাকৃত কাজ পাচ্ছি , কোনো
ঝাপসা ঝাপসা বাল্যভোরে ফিরে যাচ্ছি

সব শব্দ গন্ধ বর্ণ স্পর্শ স্বাদ  মিলিয়ে যাচ্ছে
মিলিয়ে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে স্মৃতির বিহ্বল
মগজের কোষে। ভাগ্যদোষে
দিনে দিনে মুছে যাচ্ছে সব গ্রাম থেকে।
নীরব স্থবির
আমি এখন সব কিছু সেঁকে নিচ্ছি শৈশবের
নিভৃত উনুনে।।

No comments:

Post a Comment