Monday, May 4, 2020

রমলা মুখার্জী



কবিতা -
কেউ কাউকে বলিনি

"কেমন আছো, "ভীড়ের মাঝে কে ডাকে?
ফিরে তাকাতেই দেখতে পেলাম তাকে।
কদ্দিন পরে সীমার বিয়ের রাতে-
দেখলাম আজ ম্যারাপ বাঁধা ছাতে।
শুরু হল চোখে স্বপনের জাল বোনা
জলাল্পনায় শুধুই অশ্রু-কনা।
রক্ত-শিরায় প্রথম কিশোরী আসে-
এসেছিল সেই ষোলোর আশেপাশে।
রোমাঞ্চ দেহে রোমিও দেখি তোমায়.....
তুমি কি দেখলে প্রথম দিনের আমায়?
ভুলে সব কিছু স্মৃতিতেই তন্ময়-
নির্বাক আমি, তুমি আজ বাঙ্ময়।

রোজ দেখা হত স্কুলের হাঁটা পথে
উড়ু উড়ু মন উড়ত সোনার রথে।
উড়তে উড়তে মেঘের মত ভেসে..
বর্ষা ঝরাতো তোমার আশে পাশে।
বহু দিন পরে আবার বর্ষা এল.....
মরুভূমি-মন এক ফোঁটা জল পেল।
বললে নিভৃতে, "হয়েছো সুন্দর"।
এ কথা কি আগে মনে হয় নি কো ওর?
মনের অতলে যে নাম লেখা আছে
সে নাম শুধু ছিল আমারই কাছে।
আরো কত স্তুতি করলে তুমি হেসে,
এলেই যখন এলে কেন এত শেষে?
মরু-তৃষা নিয়ে ফিরতে হবে যে আজ--
সংসার মাঝে পড়ে আছে শত কাজ।
সহস্র তান তুলল প্রাণে ঢেউ......
সুরের আকাশে পাশে ছিল, আছে কেউ।
যে কথা দুজনে বলতে পারিনি লাজে,
দুজনেই আছি দুজনের মন মাঝে।

No comments:

Post a Comment