Tuesday, August 14, 2018

সূচীপত্র


প্রথম সংখ্যা, ১৫ই আগষ্ট, ২০১৮  

সম্পাদনায়, ব্লগ রূপায়ণ ও পরিকল্পনায় 
রাজকুমার ঘোষ

সহকারী সম্পাদনায় 
নির্মলেন্দু কুণ্ডু

সাথী যারা
পিয়ালী ঘোষ, সুপর্না, অভিজিত, ঋষভ, বিদিশা মৌলিনা

প্রচ্ছদে 
My Computer 'র স্টুডেন্টরা

সম্পাদকীয় কলমে 
মৌ দাশগুপ্ত
কবিতা
তফাত - কবি আর্যতীর্থ
তৈমুর খানের দুটি কবিতা - ঢেউয়ের বাঁশি এবং যাচ্ছি
'স্বাধীনতার মানে ... ' - কৌশিক গাঙ্গুলি
মা আমি ঠাকুর হব - সহেলী রায়
জীবনের স্বাধীনতা - দীপঙ্কর বেরা
আজ ইন্ডিপেন্ডেন্স  ডে - দীপক আঢ্য
শুদ্ধতা - কবিতা  ভট্টাচার্য
স্বদেশ  - রক্তিম
স্বাধীনতা তুমি - চন্দ্রাবলী ব্যানার্জী
জিজ্ঞাসা   - সুরজিৎ বন্দ্যোপাধ্যায়
হায় স্বাধীনতা !  - শুভাশিস দাশ
আমি বুলেটে মরব না   - অভিষেক মিত্র
বাঁচাও - শিল্পী সিংহ
জানালা - স্বপন পাল
স্বাধীনতার মুখ - বিক্রমজীত রাউত
আমাদের পনেরো, ওদের পনেরো - সোমনাথ বেনিয়া
স্বাধীনতার সন্ধানে - দেবপ্রসাদ মুখার্জী
মৌলি বণিকের দুইটি কবিতা - )সত্য_স্বাধীনতা ) অনুরোধ
স্বদেশ - বিকাশ দাস
স্বাধীনতার স্বাদ - শ্রদ্ধা চক্রবর্ওী
স্বাধীনতার মানে - সুজান মিঠি
স্বাধীনতা তুমি - ইন্দিরা ব্যানার্জী
এই দেশ এই স্বাধীনতা - শুক্লা মালাকার
সারে জাঁহা সে আচ্ছা - অর্ণব গরাই
আসল স্বাধীনতা - সুনন্দ মন্ডল
স্বাধীনতা সফিকুজ্জামান
অনন্য স্বাধীনতা - সায়ন  মোহন্ত
মুক্তগদ্য
স্বাধীনতা - মৌ দাশগুপ্ত
মুক্তি - সুশান্ত_চিরকুট
স্বাধীনতা এবং বিপ্লব - দেবনাথ সুকান্ত
প্রবন্ধ-নিবন্ধ 
ভারতীয় স্বাধীনতায় নৃত্য গীত - পবিত্র চক্রবর্তী
বাংলায় বিপ্লববাদ - নির্মলেন্দু কুণ্ডু
ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবী মদনলাল ধিংড়া - রাজকুমার ঘোষ
গল্প অণুগল্প
স্বাধীনতা দিবস - ধরিত্রী গোস্বামী
সারে জাঁহাসে আচ্ছা - অংশু প্রতিম দে
স্বাধীনতা দিবস - সঙ্গীতময় দাস
বিউগল - পায়েল খাঁড়া
শান্তিনিকেতন - শরৎ শুভ্র
স্বাধীনতা - আজিজা_নাসরিন
মিমির মুক্তি - সুকন্যা মল্লিক
স্বাধীনতা - স্বরূপা রায়
মুক্তি - সঞ্জীব "অধম" মুখোপাধ্যায়
অন্য স্বাধীনতা রানা চ্যাটার্জী

সম্পাদকীয় কলমে - মৌ দাশগুপ্ত


সম্পাদকীয় কলমে
বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক ও কন্ঠস্বরের সম্পাদক মাননীয় আবদুল্লাহ আবু সাইদ বলেছিলেন, "লিটল ম্যাগাজিন আর ব্যবসা এক সঙ্গে হয় না। সাহিত্যের জন্য নিবেদিত কিছু মানুষের শ্রম, আত্মোৎসর্গ এবং স্বপ্ন এর মূল চালিকা শক্তি। অসম্ভব কষ্টের মধ্য দিয়ে এই পত্রিকা বের হয়। " ওনার সাথে আমি শতকরা একশোভাগ সহমত পোষণ করি। আমাদের লেখা ঠিক এই গোত্রেরই এক লিটিল ম্যাগাজিন।     
প্রতিষ্ঠাতা সম্পাদকের, সাহিত্যচর্চার অদম্য নেশায়, বলতে গেলে একক প্রচেষ্টায়, "আমাদের লেখা"-র যাত্রা শুরু হয় বিগত ২০১৪ সালে।"আমাদের লেখা" পত্রিকা আক্ষরিক অর্থেই কিন্তু "আমাদের" লেখার আঁতুড়ঘর ও বেড়ে ওঠার প্রশস্ত আঙ্গিনা, যেখানে "আমরা" হলাম অতি সাধারণ কলমশিল্পীরা, যারা মনের আনন্দে, লেখার নেশায়, লিখে তো যাই কিন্তু তথাকথিত লেখক বা কবির সমগোত্রীয় নই। তবু আমরাও চাই আমাদের লেখাও অন্যরা পড়ুন,উৎসাহ দিন,ভালোমন্দ সমালোচনা করে লেখার মান বাড়াতে সাহায্য করুন। আমাদের মনের ক্ষুধা,জ্ঞানের তৃষ্ণা মিটুক।আর এই কাজেই হাত বাড়িয়ে দিয়েছে আমাদের লেখা। বিভিন্ন বয়সের, বিভিন্ন মানসিকতার, সমাজের বিভিন্ন শ্রেণীর কলমশিল্পীদের কলমচারিতায় সেজে উঠেছে এই পত্রিকা। বাদবাকি আর সব লিটিল ম্যাগাজিনের মত আমাদের জন্যও অর্থ সবচেয়ে বড় সমস্যা। লিটিল ম্যাগাজিনের কলেবর বাড়তে বাড়তে মহাভারত হওয়া সম্ভব নয়, সে আমি আপনি সবাই জানি, কিন্তু আমাদের লেখা গল্প,অনুগল্প,ছড়া,লিমেরিক, কবিতা,প্রবন্ধ ইত্যাদি সম্পাদকের টেবিল জমা হচ্ছে হলুদ সর্ষেখেতে উড়ে বেড়ানো প্রজাপতির ক্রমঃবর্দ্ধিত সংখ্যার মত। এদিকে পত্রিকার সীমিত কলেবরে ঠাঁই নাই ঠাঁই নাই দশা। আমাদের লেখা আমাদের সবারই।অতএব কাউকে বিমুখ করা বা ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। সুতরাং মুদ্রিত পত্রিকার পাশাপাশি শুরু হচ্ছে নতুন ব্লগাজিন। ডিজিটাল যুগের সাথে সামঞ্জস্য রেখে আমাদের নতুন ডিজিটাল পত্রিকা। শুভারম্ভ ১৫ই আগস্ট, ২০১৮. এক স্বাধীন মানসিকতার,স্বাধীন ভাবধারার ডিজিটাল পত্রিকার যাত্রা শুরুর জন্য এর থেকে ভালো দিন কোন পঞ্জিকা বা গণৎকারের ঝুলিতে আছে বলে আমার তো মনে হয়না।
স্বাধীনতা,মুক্তির আনন্দ, স্বাধীনতা বাঁধনহারা বাঁচার ছন্দ, স্বাধীনতা ইচ্ছেখুশীর আরেক নাম।
"স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। "
(স্বাধীনতা তুমি/ শামসুর রহমান)
কবির ভাবনায় স্বাধীনতা যে লেখার আনন্দ,কবিতার খোলাখাতা, তাই মুর্ত হোক আমাদের লেখায়, আমাদের নতুন ব্লগ ও ম্যাগাজিনে।আমরা তো হাত বাড়িয়েই রেখেছি,আপনাদের অকৃপণ সহযোগিতায় ভরে ওঠুক "আমাদের লেখা"-র সুখী পরিবার। সবাইকে "আমাদের লেখা" সৃজনী পরিবারের সদস্য হওয়ার সাদর আমন্ত্রণ জানাই।সাথে আপনাদের সবার জন্য রইল দেশের সত্তরতম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও অভিনন্দন।
- মৌ দাশগুপ্ত

কবি আর্যতীর্থ


কবিতা - 
তফাত

তুমি আমায় শুভরাত্রি বললে। আমি শুধু রাতটাকে নিলাম।
আজ রাতে,নিশ্চিত বেরিয়ে আসবে কিছু দন্তনখর, পৃথিবীর কোণে কোণে।
নিলাম হবে অনাঘ্রাত বালিকাকাল কোথাও, গণধর্ষণ হবে বিচারের নাম,
কিছু মানুষ অকারণ খুন হবে, তছনছে ঝড় হবে কিছু জীবনে।

তুমি আমাকে সুপ্রভাত জানালে। আমি কেটে দিলাম সু কথাটাকে।
আজ সকালে বেরোনো কিছু লোক অন্যের দোষে পথ দুর্ঘটনায় মারা যাবে।
কিছু পদস্থ আধিকারিক ঘুষ খাবে। কিছু মানুষ সর্বস্বান্ত হবে আইনের ফাঁকে।
বালির বেআইনি খাদান আটকে কোনো ঋজু মেরুদণ্ড নেতার কাছে মার খাবে।

আমি তোমায় শুভরাত্রি বললাম। তুমি বললে , রাতের আঁধার নয, শুধু শুভ নেবো।
অমনি এক যুবক তার সলজ্জ নববধূকে চুমু খেলো।এক ডাক্তার শুরু করলেন বিনিদ্র রাত।
বিদেশ থেকে বাবা মা কে স্কাইপ করলো ছেলে। এক প্রেমিক এস এম এস করলো ' তোমায় গোটা জীবন দেবো'
ঘর্মাক্ত দিন শেষে রেওয়াজে বসলেন এক কনস্টেবল।এক কবির কলমে প্রেমের কবিতা এলো অকস্মাৎ।

আমি বললাম সুপ্রভাত। তুমি 'সু'টাকে নিয়ে বাতাসে ভাসিয়ে বললে, ' ভালো হোক'
তক্ষুনি এক ট্র্যাফিক পুলিশ গাড়ি থামিয়ে রাস্তা পার করে দিলেন অন্ধ বৃদ্ধাকে।
এক অসুস্থ অচিনমানুষকে ট্যাক্সি থামিয়ে হাসপাতাল নিয়ে গেলো কিছু লোক।
এক উগ্রবাদী অস্ত্র সমর্পণ করে মিলিটারি গাড়িতে দেখতে গেলো বাবা মা'কে।

শুভরাত্রি। সুপ্রভাত। দেখার তফাত। ভাবার তফাত।
------------------------------- 
কবি আর্যতীর্থ - কলকাতা